বঙ্গসূর্য
ব-দ্বীপের দেশ বিপ্লবী ছিলো, স্বাধীনতাহীন দ্রোহ
মোহ দিয়ে তাই মহড়া দিয়েছে মুক্তিযুদ্ধ ডাক,
বাঁক ফেরা সেই স্মৃতি পটভূমি, ভিত-পতাকাকে জেতা,
নেতা এসেছিল অঙুলি হেলনে হেলে গেছে পুরো জাতি
জ্ঞাতি ভাই তিনি বঙ্গের বীর, বাংলারই সন্তান
প্রাণ এনেছিলো পুরো বিদ্রোহে সত্বার সন্ধান।
বাংলাকে তিনি স্বর্গ দেবেন, নরক নেবো না আর
সার কথা হলো নিজস্বতার অধিকার অধিকার,
পার হতে হবে লোহিত স্রোতের, হত্যাযজ্ঞ নদী
যদি মাঝি ঠিক দরিয়া দাবাতে খেলে যায় মোকাবেলা
বেলা উঠলেই নতুন সূর্য, নবদেশ, নবরোদ
বোধ এসেছিলো আহত জাতিতে, প্রতিরোধ, প্রতিশোধ।
এমন প্রবল যুদ্ধ যজ্ঞে কান্ডারী শিরোমণি
ধ্বনি যার ছিলো কামাল-কণ্ঠ, বজ্রের হুতাশন
পণ ছিলো যার মায়া জনগণে, দেশ-মাতা-পরিবার
তাঁর শিরোনাম, সেরা উপাধিতে সাজাতে পারেনি যুগ
বুক ভরে যেতো- যদি ডাকতাম ‘বঙ্গস্বর্গ’ তাঁকে,
যাঁকে আজতক মৃদু উপাধিতে রেখেছি ভুলের ফাঁদে।
সেতো সদরের, বাইরের নয়, বঙ্গেরই সন্তান,
মান কি রেখেছি ‘বন্ধু’ বানিয়ে, বঙ্গশ্রেষ্ঠ হায় !
রায় কি পাবো না বঙ্গরাজনে, বঙ্গভূষণ মম,
সম আর নেই, সে তো আজ তাই ‘বঙ্গসূর্য’ সম।