Print

বেদনার বধুজন

তোমাদের  স্বপ্নে ঢুকতে পারিনি পরিবার।
অযত্ন মানুষ কবিতাই খেয়ে-পরে বাঁচা যায়
        এমন বেহুদা আয়নায় দিনকে দাঁড়িয়ে রাখি।
দিনেরা বছর গড়ে, বছরেরা যুগ,
যুগেরা  শতাব্দী গড়ে, আমি ছুঁ’তেও পারিনা।
সংসার ছুঁ’য়ে থাকা হলোনা যাদের
                তাদের নিঢাল সমিতিতে সদস্য হয়েছি,
তবে যুগান্তকারী সমাজ গৃহভোগে সম্মতি দিলোনা।
শব্দভোগে পরিতৃপ্তি আছে, জানি
সংসার ডালেও আছে অনাদর সন্তান-সন্ততি,
         দুঃখসহা চিরমুখ বেদনার বধুজন রাজরানি !