ব্যর্থতার পোস্টবক্স
এতো চিঠি এ তো যে নোটিশ অথবা ই-মেইল. . .
প্রতিদিন আমি এক ব্যর্থতার পোস্টবক্স,
প্রতিদিন স্বাগত জানাবো বলে
যদিও দরোজা খুলি,
দেখি সাফল্য নামের সেই আরাধ্য অতিথি
অন্য অন্য দরোজায় টোকা দিচ্ছে।
আয়নার সামনে দাঁড়াই। কথা হয়।
বলে, বস্তুবাদের বিজয়বার্তা নিয়ে
ভাববাদীদের কাছে গৃহাভি-মুখী ডাকপিয়ন যায়।
তার হাতে সুবিধাবাদের টেলিগ্রাম।
কোঠা’অলাদের জন্যে সুবর্ণ সংবাদ আর
মেধা’অলাদের জন্যে ঘরে ঘরে ব্যর্থতার পোস্টবক্স।
পালক পৃথিবী হায় ধোকা দিচ্ছে পোকা দিচ্ছে. . . .
পোস্টবক্স খুলে ফেলে দিতে চাই
দরোজা খুলেই দেখি-বাইরে মিছিল,
মেধাবীরা ডাকাবুকো ডাকপিয়নের পোশাক পরেছে
আর দরোজায় দরোজায় প্রতিবাদী টোকা দিচ্ছে বকা দিচ্ছে. . .