ভ্যানগাড়ি অ-দূষণ
শেয়ারের জার্নিটা ম্যান বা ওম্যানে।
দুইজন যাত্রীকে একজনে টানে
আরোহী আরামে বসে রিকশার যানে।
ভ্যানে বসে আটজন, ভাড়া পড়ে কম
পা দুলিয়ে বসা যায়, যেন টম টম,
হেলান-সুযোগ নেই, খোলা হাওয়া বেশ
ভ্যানগাড়ি জয় করে গরিবের দেশ।
ভাড়াটা সহনশীল, খোলা মনে চলা
পর্দা-দেয়াল নেই, নিচু-উঁচু তলা
শ্রেণির বিভেদ নেই মনে দোলাচল
বৃষ্টিতে ছাদ নেই, সবে জলাজল,
গ্রাম থেকে শহরের যুগপৎ পাড়ি
একজনে টেনে নেয় মহা-ভ্যানগাড়ি।
কখনো কণ্ঠে গান, কবিতা ভজন,
লৌকিক জীবনের প্রাণিত স্বজন।
গ্রামের সরল ছবি ফেরি করা যান
ভ্যানগাড়ি অ-দূষণ, থাক চলমান।