Print

বিবাহ বহির্ভূতা: ১-২

বিবাহ বহির্ভূতা-০১      বিবাহ বহির্ভূতা-০২

কতোর ভিতর বিক্রি দিলি গতর?
শহর যখন আস্তাকুঁড়ে, আদার
সব দ্রুতযান গতি পেলো গাধা’র
যান ও জটের চোখ এড়িয়ে, বেশী
দুলিয়ে হঠাৎ লিপিস্টিকের নারী
এড়িয়ে দূষণ, উষ্ণতা হর্ণ রব
জড়িয়ে নিলি হঠাৎ শীতাতপ,
ডাক দিয়েছে পুরুষ পুরুষ কাক,
কোকিলরে তোর সেই গাড়িতেই বাঁক...

গাড়ির থেকে বাড়ির থেকে-দূর
পথের নারী পাগল সমুদ্দুর
নেই পিছুটান, বয়েস যাচন, জ্ঞান
রাতের সাথে কড়ি গোণার’ ধ্যান

উজান গ্রামের বুজান ছিলি তুই

জানে না তো কেহ,
কাকে দেবে প্রেম আর
কার কোলে দেহ,
কতো সতী লীলাবতী
পতি চোখে শ্রেয়...
কামধেনু নারী সব
যেন অজ্ঞেয়,

বলিহারি অবহেলা
বল ছল হেয়,
সব চোখে বাজিকর
শহুরে বা গেঁয়ো
এক নারী দুই নদী
প্রেম আর দেহ
দ্বি-সাঁতারে বশীভূত
কাঁদে সন্দেহ!

পদ্মা-শালুক নীল জোছনা যুঁই-
বাল্য বিয়ে, সতীন, হারাজেতা
শহর পেয়ে আজকে আদিখ্যেতা

বয়েস কতো? ষোলো কি’বা সতর...
কতোর ভেতর বিক্রি দিলি গতর?