বিবাহ বহির্ভূতা: ১-২
বিবাহ বহির্ভূতা-০১ | বিবাহ বহির্ভূতা-০২ |
কতোর ভিতর বিক্রি দিলি গতর? উজান গ্রামের বুজান ছিলি তুই |
জানে না তো কেহ, কাকে দেবে প্রেম আর কার কোলে দেহ, কতো সতী লীলাবতী পতি চোখে শ্রেয়... কামধেনু নারী সব যেন অজ্ঞেয়, বলিহারি অবহেলা বল ছল হেয়, সব চোখে বাজিকর শহুরে বা গেঁয়ো এক নারী দুই নদী প্রেম আর দেহ দ্বি-সাঁতারে বশীভূত কাঁদে সন্দেহ! |
পদ্মা-শালুক নীল জোছনা যুঁই-
বাল্য বিয়ে, সতীন, হারাজেতা
শহর পেয়ে আজকে আদিখ্যেতা
বয়েস কতো? ষোলো কি’বা সতর...
কতোর ভেতর বিক্রি দিলি গতর?