Print

বই-এর গন্ধ

ফুলের গন্ধ ফলের গন্ধ
গন্ধে গন্ধে মানুষ অন্ধ!
ভালোবাসার গন্ধ পেলে
সবাই মাতাল হই,
ছোটো-বড়ো সব বয়েসে
সবাই থাকে এক চয়েসে
মলাট খোলার গন্ধ-সুখে
খুলবে নতুন বই,
পাতায় পাতায় মাতায় হৃদয়
বই হলে লাগসই।

বই হলে লাগসই।