Print

বই-এর মেলা

সূর্য ওঠা সূর্য ডোবা দিন বানানোর খেলা,
দিনে দিনে বয়েস বাড়ে; বাড়ছে বালক বেলা।
শিশু কিশোর তরুণ যুব চুল পাকানো মাথা
বয়েস যেন সব শরীরে সেলাই সুতোর কাঁথা-

যে কাঁথাটি মায়ের হাতের বুনন দিয়ে গড়া,
যে জীবনের ধাপে ধাপে মহান লেখাপড়া...
বয়েস বাড়ার সঙ্গে পাশে বুদ্ধি বাড়ার কাজে
বিদ্যা যেন বোধের বাঁশি বহুত সুরে বাজে।

ধাপে ধাপে উচ্চে যেতে সহায় সিঁড়ি; মই,
জীবন পাতায় সুফল পেতে সবার আগে বই।
মানুষ যদি মোমবাতি হয় সলতে বলি কাকে?
লক্ষ আলোর প্রতীক-বলি বই-এর মেলাটা’কে।