Print

বইমেলা

এতো হই এতো চই
চারদিকে বই বই,
এতো সাজ এতো ঘর
বইমেলা বেশুমার।

এতো থর থরে থর
কার বই কী খবর
গল্প না পদ্যের
নাকি বই গদ্যের
প্রশংসা গদে গদ,
কি দারুণ প্রচ্ছদ
পুস্তনী গেলো কই
পেপার ব্যাকের বই
একেবারে মেদহীন
মোটা-তাজা ক্লেদহীন,
বাংলার পাঠকেরা
বাঁকা-ত্যাঁড়া চুলচেরা
বই খোঁজে মোটা সোটা
চিকনের মুখে খোঁটা,
প্রকাশক, সেও রাজা
বই করে মোটা তাজা!

পড়ার বিষয় কম
ছড়াতেও নেই দম
মিল নেই রস নেই
লেখকের যশ নেই
নাম আছে কিছু আর
রং রেখা ছবি ভার
এরকম বেশি বই
বেশিটাই হই চই।
নেই দ্বিধা রাখ ঢাক
বইমেলা বেঁচে থাক।