Print

বই-এর আয়ূ

মাছ দোকানীর কষ্ট,
বিক্রি যদি না হয় তবে, মাছ হয়ে যায় নষ্ট।
মাংস এবং ফল ফলারীর আয়ু তো অস্পষ্ট।

চাই পরিবেশ তাপানুকূল,
এক থাকে না গাছের মুকুল,
ধানের চারা, মাছের পোনা
বয়েস বড়ো হাতে গোণা
এদিক ওদিক একটু হলেই নীরব নিথর পণ্য,
সেদিক থেকে গ্রন্থ হলো দীর্ঘজীবী, ধন্য।

সবার আয়ু খুব সীমিত
পচন রোগে পরিমিত,
বই-এর আয়ু বিজ্ঞানাকার
কোটি বছর বহাল থাকার ...
বই বা লেখা মনের খোরাক, পণ্য তো নয় বাসী,
শুদ্ধ-লেখক চাষ-জগতে শ্রেষ্ঠ কৃষক, চাষী।