বুকা’কাশ
মনের আকাশ অসুখ নিয়ে
নীলের আকাশমুখো
শরীর রে্যপে আলোর আয়ু
শুদ্ধি পেলো বুকও।