Print

বুদ্ধ

বসেই আছো পদ্মাসনে
ধর্মচক্র মুদ্রাতে
নমিত চোখ, তাতেই শাসন
মনের জটিল শুধরাতে।
পোড়া মাটির ফলকচিত্রে
কালের উপনেশন,
চর্যাপদের অহিংস শ্লোক
ইতিহাসের রেশন
ধারণ করে বঙ্গ ভাষা
বিশ্ব কোকিল আজ,
তুমিই কেবল নীরব কবি
লোকজ মহারাজ,
ধ্যান ধরেছো কি জ্ঞান দিতে
বাক রেখেছো রুদ্ধ,
সহিংসতায় সীউষ্ণতায়
চোখ খোলো দেব বুদ্ধ।
বোধ খুলে দাও, শোধ নেবো আজ
বিতাড়নের খেদ,
ধর্মকলার মিলন রীতি
ভেট দেবো, সংবেদ...