চন্দনাতীত
ঘুড়িটা উড়েছে ঘুর্ণাবতে
আকাশ মেঘের গভীরে,
মেঘ কেড়ে নিলো চন্দন-ঘুড়ি
ছন্দে উড়াল কবি-রে।
শব্দ সাজাতো, বাক্য-পালকে
কতো কারুকাজ ঘুড়িতে,
কম বয়েসেই চন্দনাতীত
উড়িতে উড়িতে উড়িতে...
সুতো ছিড়ে গেলে ঘুড়ি ছুটে যায়,
কি নিয়ে এখন কাটাই,
আমাদের হাতে স্মৃতি হয়ে কাঁদে
নিয়তি নামক লাটাই!
যদিও আমরা সকলেই ঘুড়ি
যতো না গলা’টা ফাটাই
চন্দনপথে আমাদেরও পথ,
নিয়তি লাটাই, লাটাই...