চোষ কাগজের জন্যে
বিরহের অমঙ্গল সূচক ভাবনা এনে
রুমাল দেবে না জানি,
যদি কান্না এসে যায় প্রেমে
হয়তো আঁচল দেবে
সে কি, ওড়না হারানো যুগে
চোখ মুছবার জন্যে
আঙ্গুল-আঁজলা ছাড়া
বস্ত্রের অবলম্বন নেই।
অথচ বস্ত্র-উৎসবে কান ঝালাপালা।
প্রেমোৎসব যেনো নিত্যদিনের মৎস্যবাজার
দেহে দেহে বায়োলজিক্যাল বলাৎকার, শীৎকার।
তবুও একভাগ মিলন সুখের পাশে
তিনভাগ বিরহের জল।
জলজ দু’চোখ রাখি কই,
চারিদিক পৃথিবীতে একবার হাসি আর
তিন পদে কাঁদি,
জানি চোষ কাগজেরও সুতীব্র সংকট,
তাহলে হৃদয়ে ঠিক ব্লটিং পেপার বা
পেসমেকার জাতীয় দু:খ শোষনিয়া যন্ত্র দাও,
কান্নাকে আড়াল করে অবয়বে
সুখমহলের জারিজুরির মাতম তুলি।