Print

চুম্বকানন্দ

যোগ্যতা অনেক আছে,
গ্রহণযোগ্যতা নিয়ে কথা ।
তোমার বুকের মধ্যে  থাকা আর
সতত কাজের সঙ্গে
সুউচ্চ  হৃদয় ভবনের অঙ্গে
প্রতিদিন পদে  পদে  সিড়িঁ  হয়ে  থাকা,
দ্রুতচল লিফটের মইবাড়ি যেন
শরীরে  সোমত্ত  ফুসফুস,
অথবা, রক্তের চলাচল  দেহের শিরায়।

রেললাইন অনেক আছে,
সচল ট্রেনের দাপাদাপি, ঘর্ষণানন্দের ঘোর,
জোড়বুকে  জোরাজুরি ক’জন জমাতে  পারে !
যতœ আছে ব্যবহার নেই
এমন রেললাইন প্রতিটি স্টেশনে পড়ে থাকে,
তুমি কি তেমন হেলাফেলাছলে রেখেছো  আমাকে ?

হুঁইশেল বাঁশি আনন্দ বিহার ব্যবহার শুভাগমন  বিষয়ে
হয়তো  যোগ্যতা  আছে,
তবে  চুম্বকানন্দের  গ্রহণযোগ্যতা নিয়ে কথা !