ডায়ানার দোদি
দোদিকে যদি না স্বীকৃতি দাও
বিকৃতি দোষে তবে কি ঘটবে ঘটনার নিস্কৃতি...
মহা-প্রিন্সেস ডায়ানা এখনো মমতার মেঘে
বিশ্ববিবেকে বৃষ্টির ধারা, রংধনু দিন।
রানিমাতা নন, জ্ঞানীমাতা নন,
‘প্রিন্সেস অব ওয়েলস’ ছেড়েও
প্রণয়ের পাপ, যুবরাজ আর কেনসিংটন প্রাসাদ হারিয়ে
আবার ফ্যাশনে, রূপমাতা নারী
আবার মশাল সৌন্দর্যের, বামা বন্দিত।
বিবাহ বাসর বাসী ফুল হয়ে ঝরেছে, ঝরুক...
পরী হয়ে নীত মহা-মানবিকে
এইডসের পাশে, এডিসের পাশে,
ভাঙা হাত-পা’র, শিশুদের পাশে
ভূমি মাইনের যিশুদের পাশে
শিহরণ তোলা দু’চোখ, দু’হাত
খোঁজে সংসার, সমাজ সেবায়।
আপন ঘরের গোপন কাঁপনে এতো জ্বালাতন!
স্বীয় সংসারে এতো বধু-বেড়ি,
দিন যেন ফের সহমরণের,
দেশে দেশে সেই বৃটিশের ঘের,
নিয়মের জের, মৃত্যুতে যার মুক্তি মিলেছে,
যুক্তি মেলেনি বিচার সত্যে...
স্মৃতি সৌধের খুঁটি না পেলেও
জুটি হয়ে যার দুর্ঘটনার সবটা দেখেছে রাতের আকাশ
সেখানেই যেন আসর বাসর।
দোদি ফায়েদের নারী-সুখ গাড়ি,
ভিন্নধর্মে অভিন্ন প্রেম, দিব্যলোকের দিব্য নারী সে
ডায়ানাকে নিয়ে দুর্বেদ দূরে মেঘমাঠ পাড়ি...
পৃথিবী দেখেছে অধিবেদনের বাধো বাধো সম্প্রীতি
দোদিকে যদি না স্বীকৃতি দাও, দিও না তবুও
বিকৃতি দোষে ঘটনার নিস্কৃতি...