Print

দেহরোদ – দেহ মোম

মাঝরাতে আমি মাঝখানে থাকি,
জড়ানো বাহুর মধ্যে -
পাগল পদ্য মাঝরাতে জাগে
বোধ দে আমায় বোধ দে।
এতো পাগলামি দিনমান নেই
রাতের শরীরে ঢেউ,
মাঝরাতে করে নারী ও পুরুষ
কুকুরীয় ঘেউ ঘেউ,
কামড় আঁচড় বিরোধের নয়,
আহ্বলাদে আটখানা,
রাত বাড়া মানে খাটুনিও বাড়ে,
নির্বাক খাটখানা।
রাত অবশেষে রোজ দাবি করে---
রোদ দে আমায় রোদ দে,
সে-ই জিতে গিয়ে আমাকে পাঠায়
দিন-রুটিনের মধ্যে।

উত্তাপ ভরা মধ্য দুপুর
বিদ্যুতে চলা গাড়ি,
মাঝরাতে যেতে এই দেহ শথ
গরুর গাড়িতে পাড়ি !
অথচ রোদের তপ্ত তুমুলে
রাতের নেশাটি জাগে,
জাগরণ সে কি দেহ তোলপাড়
মিলনের অনুরাগে,
পৃথিবী এমন জীবিকা কর্মে
দিনকে দিয়েছে ভাবৎ-
ক্লান্তির দেহ আধো বিনোদনে
কাঁদে সারা রাত যাবৎ ।