দুধ-চায়ে মৃত ঘৃত প্রোটিনেরা
দুধ-চায়ে আছে স্বাদের প্রমাদ, পুষ্টির চেয়ে স্বাদ,
দুধ ও চায়ের মিলন মানেই মুখপোড়া সংবাদ
দুধের প্রোটিনে মেধা বীজ বোনা, পুষ্টির উপাদান,
ক্যাসেটিন নামে আমিষে আমিষে কোষেরা বিকাশমান।
বুদ্ধি জাহাজ বৃদ্ধির কাজে দুগ্ধের অবদান।
চায়ের প্রোটিন খেলোয়াড় বটে
পিপীলিকা দৌড় জানে,
রক্তবাহিত শিরাতে শিরাতে সতত সঞ্চালনে
গতিশীলতার রশি ধরে টানে কর্মের আবাহনে।
চায়ের প্রোটিন ক্যাফেইন একাকী শক্তির রূপকার ,
চায়েল দখলে সকাল বিকেল, রেস্তোঁরা পরিবার।
এক হাতে দুধ, এক হাতে চায়ে পৃথক সেবনে গুণ,
একক সেবাতে যতোটা লভ্য, দ্বৈত সেবায় খুন।
এক বধু আর একক শ্বাশুড়ি পৃথক ধারাতে সেরা,
দুধ ও চায়ের দ্বৈত মিলনে আমিষের গোপনেরা
ক্যাসেটিন হানে মৃত্যু আঘাত
ক্যাফেইনকে করে বধ
পাল্টাপাল্টি হননের কালে কেউ না বশংবদ।
দুধ-চায়ে আছে স্বাদের প্রমাদ, জিহ্বার পরিষেবা
দুধ ও চায়ের পৃথক সেবনে শুদ্ধকে করি সেবা।