Print

দুই বাঙালিই রাষ্ট্রপতি

দুই বাঙালিই রাষ্ট্রপতি, প্রণব-হামিদ,বেশ
দুই পতাকায় বাংলা পুরুষ, ভারত-বাংলাদেশ।
বাংলা মায়ের কোলের ছেলে, কীসের আদিখ্যেতা?
দুই বাঙালিই মহান দেশের রাষ্ট্রনায়ক, নেতা।

কর্ম মানেন, ধর্ম মানেন, মানেন প্রভু-রাজ,
কেউ পুরোহিত, কেউ বা আবার, সহসা আলহাজ্ব !
গাঁ-কে মানেন, মা’কে মানেন, দল ও নীতি মানেন
জনগণের প্রেম-প্রীতিকে প্রধান খোরাক জানেন।
সিঁড়ি মানেন, নেতাও মানেন, ধীর নীতিতে থির
দুই বাঙালিই দুইটি দেশের, দুই ধারাতে বীর
উন্নয়নের বিশালতায় প্রণব করেন রাজ,
বাংলাদেশের স্বাধীনতায় হামিদ যুদ্ধবাজ...
একাত্তুরের যুদ্ধদিনে দুই ভূমিকায় দু’জন,
হামিদ ছিলেন অস্ত্র হাতে, প্রণব পাশের সুজন
হামিদেরা উন্মাদনায়, প্রণব প্রণোদনায়,
বাংলাদেশের স্বাধীনতা ভারত অনুপ্রেরণায়,
বাংলাদেশের বীর বাঙালি রক্তে-গাঁথা প্রাণ
স্বাধীনতার সেবক মানেই প্রামাণ্য সম্মান।
দু’দিক থেকে দুই বাঙালির উর্ধগমন, ঢের
বাংলাদেশের পাশাপাশি ঐক্য ভারতের
তিরিশ রকম রাজ্য খেলা, পৃথক জাতি, ভাষা
সবার মাঝে বাঙালি আাজ রাষ্ট্রীয় প্রত্যাশা,
প দিয়ে হয় প্রণব এবং প-য়ে প্রেসিডেন্ট
পুজো-প্রেমিক পান্থ-পুরুষ পেলো গভর্ণমেন্ট,
বীরভূমে এক মীরাটী গ্রাম জন্মভূমি, থিত
প-দিয়ে সেই পড়–য়া আর প-দিয়ে পন্ডিতও
পশ্চিমে যে বঙ্গ আছে, প্রণব তারই ধন,
প্রত্যাশা আর প্রার্থনাতে পাগল জনগণ।
পিদিম-চির রাজনীতিতে, মন্ত্রী-প্রতীক, প্রভা
প্রতিরক্ষা, অর্থ বিদেশ পদ-পদবীর শোভা।
প্রগল্ভ নন, প্রভুও নন, প্রমোদে নন প্রিয়
প্রজ্ঞা দিয়ে পন্থা দিয়ে পুরোধা, রাষ্ট্রীয়...
প্রণব-পুরান, প্রাণিত যুগ পৃথিবীতে পেশ
পশ্চিমে বা পাশ্চাত্যে প্রবৃদ্ধি সন্দেশ
প্রতীক্ষমান প্রত্যাশা এক প্রযুক্তি-পণ মান,
পৃথক গ্রহ মঙ্গলে যায় ভারত নভোযান !
জয়ের ধারায় বিরাজমান বিশাল ভারত-ঘর
প্রবাদ পুরুষ প্রবীণ প্রণব মুখর প্রভাকর,
বাংলাদেশের নড়াইল-নাভী, শ্বশুরালয়, ছাদ
জামাতাকে বাংলাদেশের হৃদয় আশির্বাদ।
হ দিয়ে হয় হামিদ, যিনি ‘রসের হাঁড়ি’ বটে
হাওড় এলাকায় জন্ম-জীবন, কেটেছে সংকটে।
মিঠামইনের কামালপুরে, কিশোরগঞ্জ জেলা
একাত্তুরের মুক্তি সেনার ভাসিয়েছিলেন ভেলা,
সেই ভেলাটিই রাজনীতিতে দৃপ্ত ভাসমান
স্পিকারের আসন থেকে রাষ্ট্রীয় আসমান,
যদিও তিনি মানবসেবী, মানুষ ভালোবাসেন,
রাষ্ট্রসেবার পাশাপাশি হাওড়ে হামিদ আসেন,
মানুষ বলে, রাজা আসে, মন্ত্রী আসে, কতো
এমপি আসে, ডিসিও আসে, নেতাও অবিরত
কিন্তু বলো স্বাধীনতার যোদ্ধা আসে ক’জন?
যোদ্ধা হামিদ ইতিহাসের বিরলতম স্বজন।
সপ্ত-সময় এমপি তিনি, রপ্ত করেন শাসন
মিঠা মনের বিটোফোনের নিটোল অভিভাষণ।
র দিয়ে হয় রাষ্ট্রপতি, র দিয়ে রং-রস
বাঙালিদের রসিক হতে রয়েছে নাম-যশ।
প্রণব হলেন বাংলাদেশের ‘জাতীয় জামাই’ বটে,
হামিদ হবে ভারতপতির শ্যালক অকপটে...
দুই বাঙালিই দুইটি দেশের শীর্ষে করেন বাস,
হাজার বছর থাকবে বেঁচে যমজ ইতিহাস।