দুই-খ্যাতিমান জ্যোতি
চারুলতা লাবণ্য বা হেমনলিনী নয়
রবির দেশে জন্ম নিয়ে গভীর পরাজয়!
নিরাভরণ অনূঢ় দেহ, পোশাকী নাম কি
চলন্তবাস, রক্তলোলুপ, পান্ডবী ধামকি...
চিরনদাঁতি মাতাল মানুষ পাতাল দিলো ধার,
নীল তরুণীর ওপর অসুর, ডগমগানো ষাঁড়
বিবেক পুলিশ নিদ্রা প্রেমিক, যাত্রী হাটের মোয়া,
সড়ক যেন ডাকাত পাড়া, নারীরা পান্তোয়া...
দলাই মলাই খাবলে ধরা, ভাবলে না সে সীতা
বাস-দোলনের রমণ খেলায় অসার থেকে চিতা!
সমাজখেকো সে লাশ নিয়ে কেলাশ করি রীতির,
দিনবদলের দম দিলো সে ভয়াল পরিস্থিতির...
কি নাম তোমার দামিনী কী, কিংবা আমানত?
ভারতশীলা, সাহসকণা ইতিহাসের ক্ষত।
পিতাও তোমার পরাস্ত নয়, সাগর ঠেলা কিং,
জানান দিলো পান্ডে পুরুষ কন্যা জ্যোতি সিং...
শিকার মুখে বাঁচার লড়াই, ভাঙতে অসঙ্গতি
মৃত্যুকলায় বিদ্রোহী মিথ, দুখ্-খ্যাতিমান জ্যোতি!