এই ঈদে তুমি নেই হুমায়ূন
এই ঈদে তুমি নেই হুমায়ূন
এই চাঁদে তুমি পলাতক,
এই সব দিন রাত্রি এখন
শোক-কাঁদা সুর গলা’তক।
গলা ভিজে আছে, বুক ভেজা তাই
স্মৃতি-বিবরণ খোলাখুলি,
রঙিন জামাতে রং আছে তবে
রাঙা হাসিহীন কোলাকুলি
এই ঈদে নেই, পুজোতেও নেই
গল্প-নাটক কিছুতেই,
মিসির আলী বা হিমু হয়ে আর
থাকবে না কেউ পিছুতেই।
বইমেলা ছিলো হুমায়ূন মেলা
জোস্না মেলার বীর জন
মানুষের শেষ মেলা আছে এক
নির্জন মেলা, নির্জন।
চাঁদ জোসনার ওপাশে ও মেলা
পরিজনহীন সড়কে,
ঈদ-পুজো আছে, কোথা হুমায়ূন?
নন্দিত সেই নরকে!