ঈদের হকার
সারাদিন খেটে
পথে হেঁটে হেঁটে
তৃষ্ণা-দীঘল জিব্ তার,
আসে রমজান
সাঁঝের আযান
কোথায় সাধের ইফ্তার !
পথ-সৈনিক
বেঁচে দৈনিক
কিশোর জীবন কেটে যায়,
কাগজ সখা’র
সঙ্গে হকার
জীবন নীরবে হেঁটে যায়।
অকেজো বাবা মা,
কি দিয়ে খাবা মা-
কয়টি টাকার আয় দিয়ে,
চেঁচায় গলাতো,
যায় না চলাতো
ছেড়া চটি জোড়া পায় দিয়ে...
তবু আসে ঈদ,
কেনা-কাটা জিদ
ঈদ সংখ্যায় টান নেই,
কতো চিৎকার,
নেই জিৎ তার
ক্রেতাদের তাতে কান নেই।