Print

ঈদ ও পুজোর মুখে

আমরা তখন যারা ডিইউজে’র কমান্ডে ছিলাম
আর ফিরতে পারিনি জনতায়।
জনতা একটি  দৈনিকের নাম,
ডিইউজে’র পুরো নাম
         ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট,
আর আমাদের পরিচয়
সাংবাদিক অথবা কলম-কাঠুরে।

বেতন-বোনাস বিষয়ক নতুন ওয়েজ বোর্ড
           গঠনের দাবি, এক ঘন্টা কর্মবিরতি সুলভ
           শৃঙ্খলিত আন্দোলন,
অথচ আসন্ন ঈদ আর প্রাণান্ত পুজোর মুখে
           কোম্পানি লে-অফ।
অতঃপর এক সামরিক শাসকের বাহুডোরে
           সমর্পিত প্রকাশনা, দলছুটদের যোগদান,

ডিইউজে’র বিপ্লবী কমান্ডে থেকে
মেলেনি বেতন, কুদিনের সঙ্গে কোলাকুলি,
অতঃপর ভিন্ন পেশার অপরাপর শ্রমঘন বিপ্লবীরা
          সমবেদনার পাহাড় জমিয়ে কাঁদলেন,
বললেন, বাতিঘর নিভে গেলে
          রাতের নাবিক দল জলেতে অচল,
নতুবা চরের ঘুঘুদের দেখা যাবে
                            কোম্পানির ঘাড়ে ঘাড়ে সরব সচল।