একক নেতা সম্পাদক
আকাশ একা সূর্য একা, জন্ম একা মৃত্যু একা
সঙ্গে-পাশে সমাজ গড়া, নেতা শেখান জীবন-টেকা
রাষ্ট্রে নেতা নির্বাহীরা, লেজিসলেটিভ, আইনও খাড়া
চতুর্থ এক স্তম্ভের নাম দিয়েছে তথ্যপাড়া।
বর্ণ মিলে বাক্য তবে বর্ণ একা, বিন্দু একা
সম্পাদকও একক পদে কর্মী-শাসক, কাগজ-টেকা।
হয়তো আকাশ, চাঁদ বা সূরুয,
দশটি হাতের দূর্গা দেবী
উচ্চাসনের সম্পাদকই
চিৎ-সমাজের স্বর্গসেবী।
প্রতিভারা পেখম পেলেই নিত্য ফোকাস, জাত্য-প্রকাশ,
সাধারণের মধ্যে থেকেই অসাধারণ আত্মপ্রকাশ।