ঘুড়িটার নাম মানবাধিকার
আজ আমাদের ঘুড়ি-দিন, সানন্দ উৎসব
তবে কাটাকাটি খেলা।
খেলছি উড়াল খেলা ঘুড়িকে উড়িয়ে।
হাতে হাতে কৌশলী লাটাই, রাজনীতি,
কাঁচের গুড়োতে কিছু বারুদ স্প্রিন্টার আর
মাঞ্জা দেয়া সুতো, গুণিতক গণতন্ত্র...
খেলছি উড়াল খেলা, ছাদে ছাদে মাঠে মাঠে
খেলছি মানব-মন, উচাটন
ঘুড়িটা উড়ছে ধাই ধাই, রৌদ্রে, মুক্তাকাশে।
ঘুড়ি কি হঠাৎ ফ্রান্সে শার্লি এ্যাবডো নামের
বিতর্কিত ম্যাগাজিন, প্রচ্ছদ অনুসন্ধানে
নাকি সাগরে হঠাৎ ডুবে যাওয়া বিমানের
গোত্তা খাওয়া বেদনা বানান করে পড়ে দেখা...
গোত্তা খাচ্ছে ঘুড়ি, বদ্বীপের বেপরোয়া দেশে
আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে অথচ সুনাম ছিলো
স্বাধীন পতাকাসম ঘুড়িগুলো, নকশাকাটা হে মানবতা...
কাটাকাটির ভয়াল খেলা অবরোধ প্রতিরোধ ক্রোধে
প্রশান্তির প্রিয়মুখ ঘুড়িগুলি, যাচ্ছে তাবৎ গণতন্ত্রের সুতো ছিড়ে
দূরাকাশে ছুটছে ঘুড়ির মানবাধিকার মুখ
হাতে হাতে বেহুদা লাটাই, দানবাধিকার, ক্ষমতা চাবুক।
স্বাধীনতা, তোমার ঘুড়ির সুতো নিয়ে জমিন-জনতা আজ
উড়ে যাচ্ছে অনিশ্চিৎ চিন্তাকাশে, মেঘপাশে ভাসছে মানুষ,
ঘুড়িদিন সানন্দ উৎসব, ঢোলবাড়ি, কবিগান,
বৃক্ষ মায় পাখিদল, জলখেঁয়া ঘুড়ির সাম্পান,
আতংকে পুড়িয়ে খায় দরিদ্রের ঐশ্বর্য বা বুক
কাটাকাটি খেলাতংকে সমাজ বাগান মালী বিষাদে ভাবুক
ভাবুক ভাবুক...।