গোয়ালঘরে রাত্রিযাপন
গোয়ালঘরে রাত্রিযাপন যুদ্ধযাপন
থ্রি নট থ্রি’র বারুদ কাঁপন
অচেনা সুর গাঁয়ের মানুষ
শীতের কাঁথার চেয়ে আপন,
গোচন পাশে গরুর সাথে
বিদ্রোহ দিন অনিদ্রা রাত
খোঁয়াড় খুলে রাত্রিযাপন,
যুদ্ধসেবী কমান্ডারও
শাসনবিহীন সংস্থাপন,
শত্রুমুখে লড়তে গিয়ে
বাক প্রতিমায় এক আলাপন
রক্ত দেবো, রক্ত নেবো
স্বভূমিতে স্ব-পতাকা, প্রতিষ্ঠা পণ, প্রতিস্থাপন,
দেহ রে তুই একটু সবুর, সহ্ জ্বালাতন,
সহ্ জ্বালাতন
মুক্তমাটির স্বাধীন খাটে
শান্তিঘুমের স্বপ্নপাটে
নরক স্মৃতি সড়ক শেষে
বিজয় টিভির উপস্থাপন
অট্টালিকায় পাদটীকা...
স্বাধীনতা, ভুলিস না সেই
শ্রেণী বিভেদ নিভন্ত-পণ,
রাত তাড়ানোর অমানিষায়
গরু-মানব গভীর আপন,
শত্রু-শাসন নির্মমতায়
সব প্রজাতির একই কাঁপন...
যুদ্ধদিনে ঐক্য কিনে
গোয়ালঘরে রাত্রি যাপন
গোয়াঘরে রাত্রি যাপন।