Print

গুড়েবালি হিমালয়

এভারেস্ট, উচ্চতার গর্ব, তোমাকে জয়ের পরে
মৃত্যুর মণীষা নিয়ে ফিরেছিলো এক সজল খালেদ।
হিলারী-তেনজিং বা মুসা-নিশাত-নাসরিন নয়,
উঠবার পাশে নামতে পারার পারঙ্গমতায়
                      লেখা আছে প্রকৃত বিজয় !
পৃথিবীতে ঘামছুট্ প্রাণছুট  এতো খেলা,
এতো মৃত্যুফাঁদ, এতো মহাসেন, নটবর ঘূর্ণিঝড়,
দৈত্য দানবিক, হয়তো বা মানবিক
ঝর্ণাধারার সোপানে তুমি জলের ঠিক-বিদিক।

মানুষ তোমাকে জেতে,
তুমি কি মানুষ জেতো হিমালয় ?
জলবায়ু উষ্ণতার উগ্রতায় তোমার বরফ গলে,
সাগরেরা গর্ভবতী হয়,
উপচানো জলের আশংকায় ঢেউয়ের আঘাত হানে
               বসতি-বিজ্ঞান ঘরে, অস্থি ও মজ্জায়।
অবিচল দন্ডায়মানতা, মজ্জাগত স্বভাব তোমার,
অথচ মানুষখেকো মহাদৈর্ঘ মানুষ হলে না. . .

মানুষ দাঁড়ায়, প্রয়োজনে প্রার্থনায় হাঁটু গাড়ে,
উপবেশনের নানান তরিকা আর   নিদ্রার নিবন্ত চোখে
                                টেনে নেয় শয্যার সান্নিধ্য,

অথচ প্রাচীন দৈত্য নাকি গোলার্ধের চকিদার
জলবায়ু উষ্ণতায় খানিক তফাতে যাওয়ার
অথবা হেলবার কিংবা   ঘুমঘরে বিছানা নেওয়ার
সামান্য মনুষ্য গুণ নেই, গুড়ে বালি,
হিমালয়, হে প্রাচীর প্রাণান্ত পাহারাদার !