Print

হারের মড়ক

পরাজয় যদি পাল তুলে আসে  হাল ছেড়ে তবু যেতে নেই
হারের মড়ক লেগেছে লাগুক  বিষাদেও বিষ খেতে নেই।

পৃথিবী ঘুরছে নিয়তিকে নিয়ে  সন্তান কোলে সংসার,
ইতিহাস সেতো জমির ফসল  ভুলো চাষী ফেলে রং সার
নেই সেচ আর নিড়ানিও নেই  মাটিকে করেনি কর্ষন
নদীহীনতায় মেঘ কাৎরায়  আকাশ ফেলেনি বর্ষন।
খরার জ্বরাকে বিপদ না ভেবে  কৃষক খেলেছে বিনোদন,
কিষাণী কেবল হা হুতাশ করে ‘বিপদ ডেকেছে পতিধন!’

প্রলয় এসেছে, হারের প্লাবন  পাঁক খেলো ঘটি বাটী,
পরমায়ু  ছু’য়ে তবু ধরে রেখো পরাগত পলিমাটি।  

পতাকাও রেখো, পদাবলী রেখো, বংশলতিকা, প্রাণ
রাতের লাটাই ঘোরাতে ঘোরাতে সূর্যের সন্ধান...