শোনেন বাহে হাসিনা ভাবী
শোনেন বাহে হসিনা ভাবী শোনেন দিয়া মন,
বাহের দ্যাশের মানুষগুলার তোমার নিকটজন।
ওয়াজেদ ভাইয়ার বধূ হইয়া মধুর হাসি মুখে
পাক আমলে আইলেন কতো শাশুড়ি-সম্মুখে।
পাখার বাতাস, পানের বাটা, বধূবরণ গীত
ঢোলে-গানে উঠলো মাতি রংপুরের এই ভিত।
সেই যে হামার হাসু ভাবী মুজিব রাজার ছাওয়া,
দ্যাশ ঘুরিয়া এমন বধূ যায় ক‘ছিনি পাওয়া ?
হামার ভবী ভাগ্যবতী, কপাল আছে বটে
না হইলে কী পঁচাত্তুরে এমন নাটক ঘটে ?
নাটক মানে দুর্ঘটনা, বাফের বাড়ি শ্যাষ-
পিতা-মাতা-ভাই-বধুয়ার রক্তে কাঁদে দ্যাশ,
কিন্তু হামার হাসু ভাবী স্বামরি অছিলায়
বইনরে নিয়া বিদেশ গিয়া জানে বাঁছি যায।
স্বামীর সেবা বড়সেবা, ধর্মে আছে লেখা
ইহকালেই সেই ছোয়াবের পাইয়া গেলেন দেখা।
চার কুড়ি এক একাশিতে আসেন ফিরি ঢাকা,
কালো ম্যাঘে আকাশ ঢাকা বর্ষণে পথ ফাঁকা-
তেরো দিনেই মরলে জিয়া-রাষ্ট্রপতির বিদায়
কায় চালাবে দেশটা তখন-পড়িল্ সবায় দ্বিধায়।
বছর গেল দলাদলির আইলো যে এরশাদ
দেবর নাক ভাসুর হবে- কী করে দেন বাদ?
দিলেন তারে ভোটের সুযোগ দিলেন সমর্থন
কিন্তু শ্যাষে বিগড়িয়া যায ‘সিটি’র জনগণ।
তোমরা ভাবী আন্দোলনে দিলেন ঢোলের তাল-
ভোটোত জিতি বেগম জিয়া ধরিল দ্যাশের হাল।
‘কেয়ার টেকার’ দাবির মুখে যায় ক্ষমতা তার,
নতুন ভোটে হামার ভাবী বানাইলেন সরকার।
ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় মন খুশি রংপুর...
এইবারে তো দুঃখ-অভাব হইবে বাহে দূর !
হামার ভাবী আসবে-যাবে খবর নিবে রোজ
হামার ভাবী রাজ-রাণি আইজ-চালাও ভুড়ি ভোজ।
কিন্তু একি ভাবী সাহেব, আসেন না ক্যান বাড়ি ?
মাসে মাসে বাপের বাড়ি, ফরিদপুরে পাড়ি।
হামরা ক্যানে পর হইযাছি কি কন অপরাধ
ভাবী তোমাক নিকট পাবার বড়োই ছিল সাধ।
হামার নাতিন পুতুল নাকি বিদেশ থাকি আসিল ?
পুতুল নাকি মা হইয়াছে, নাদুস-নুদুস ছাওয়া-
দাদুর বাড়ি সবাই ডাকেÑ যায় না নাগাল পাওয়া।
আম্রিকাতে বেটা-বেটি-মানুষ হছে বাহে,
হামার ছাওয়া এইঠে- কোনা ভাটিয়ালি গাহে।
বানের পানিত ভাসি বেড়ায় পাটশালা তার বন্ধ
সড়ক-ঘরে পানির সাথে মরা লাশের গন্ধ...।
দুই যে ছিল গোলাপী ও বাসন্তী নাম নরী,
চুয়াত্তুরে জাল পরিলো- বাহের দ্যাশে বাড়ি,
সেই নারীদের কী হাল এলা- কী বলিবো আর,
বড়োই অভাব রংপুরে আইজ বেগম রোকেয়ার।
এই এলাকায় পাঁচটা জেলা, দুঃখের কথা কী যে
আধা-সিকি মন্ত্রী দিয়া চিড়া কি আর ভিজে ?
তোমরা হইলেন রাণী-মাতা, গর্ভ হামার তাতে
খোঁজ কী নিছেন কেমন আছি একবেলা ডাইল-ভাতে ?
বিয়ার পরে শ্বশুর বাড়িই হবার কথা আপন
তোমার দিকেই তাকা’য় আছে হামার দ্যাশের মা-বোন।
শোনেন বাহে হাসু ভাবী, গোড়ান আরো সরকার-
যান না ভুলি হামাক বাহে, হামারকী নাই দরকার ?