Print

হে আট ফাগুন, তোমাকেই খুন

বাংলা ভাষার বিজয় বয়ান শহীদ স্মৃতিতে ভারী,
হে আট ফাগুন- তোমাকে শহীদ করেছে ফেব্রুয়ারি।
মাতৃভাষাকে স্বাধীনতা দিতে শহীদি রক্ত-ঋণে,
ঢাকা রাজপথ শোকে কারবালা আট ফাগুনের দিনে।

ভাষার জন্যে রক্তে মাতম কেঁপে ওঠে গদি কার?
উর্দু তাড়িয়ে বাঙালি সেদিন ফুসেঁ তোলে অধিকার।
বিদেশী  তাড়িয়ে যদিও সেদিন বাংলা ভাষাকে খোঁজা,
উর্দু হটিয়ে মাথায় নিয়েছে বৃটিশের বাণী-বোঝা।

নিয়নে সাইনে ক্ষুদে ইশকুলে ভিন্ন ভাষার রাজ,
আসামে রক্ত, স্মৃতির বেলুন বাংলা হারায় তাজ...
হে আট ফাগুন, তোমাকেই খুন, একুশে ফেব্রুয়ারি,
ভাসা ভাসা সব ভাষার চেতনা, আয়োজনে ঝকমারী।