Print

ঈসরাঈলের শিঙ্গা

কবিতা সকল কালো হয়ে গেছে পঁচে,
রচে গেছি যা-ই সবখানে লাল ছোপ
পোপ কি জানে না বাইবেলে সেই দাগ
রাগ উঠলেও রক্ত রোখার কাজে
ভাঁজে ভাঁজে এতো রাজনীতি খেলে রাজা
গাজা কি শুধুই প্রাণ নেবে তরতাজা?

ঈসরাফিলের শিঙ্গা কাদের হাতে
প্রাতে-দিনে রাতে ফুঁকছে ইসরা-ঈল,
ঢিল-ঢাল জামা মানবাধিকারে, গায়ে
পায়ে পায়ে নেই শিকল পরার খেলা,
বেলা বাড়লেই ফিলিস্তিনিরা বলী
অলি-গলিময় শোণিত পাকস্থলী।

হামাস দেখেছে হায়েনার হাঁকডাক
কাক পেয়ে গেছে মরা লাশ সবখানে
গানে গানে শুধু এস্রাজ বেদনার
পার পেয়ে যায় ঘাতকের ঘৃণ গুলী
বুলি আওড়ানো কবিতা সকল কালো
আলোহীন আজ বিচারের মগডাল-ও।