জাতীয় সুখের বারোটা
হঠাৎ হাজির হঠাৎ নাই
হঠাৎ আগুন হঠাৎ ছাই,
হঠাৎ মেঘে হঠাৎ রোদ
হঠাৎ করেই অতীত টেনে
প্রতিপক্ষে প্রতিশোধ,
হঠাৎ বিচার হঠাৎ ফাঁস
প্রতিহিংসায় নাভিশ্বাস।
হঠাৎ হাসি হঠাৎ জেল
হঠাৎ নরম হঠাৎ খেল
হঠাৎ ডাঙ্গা হঠাৎ জল
হঠাৎ পেশী; বাহুবল।
নেই সমতা ক্ষমতায়,
দেশ-মাটি নেই মমতায়,
হঠাৎ রাজা হঠাৎ দাস
কেউ করে কি তা বিশ্বাস?
ভোট-জনতায় নাভিশ্বাস
নাভিশ্বাস নাভিশ্বাস!
হঠাৎ সাদা, হঠাৎ কালো
তুই রাজাকার, গালাগালও
হঠাৎ চিনি হঠাৎ নুন
হঠাৎ হাসি হঠাৎ খুন,
হঠাৎ বিধি হঠাৎ ভোট
কার অধীনে কী সংকট!
গুম হলো কি ভোটাধিকার
কেউ করে এক ফোঁটা স্বীকার?
নিজ নীতি’তে নিজ’রা অটল
জাতীয় সুখ তুলছে পটল।