যে লতা লজ্জাবতী
কেঁদোনা লজ্জাবতী লতা
সবুজ হাজার পদাঘাত,
কে পোষে দেহের পবিত্রতা
তুমিতো ছোঁয়ায় কুপোকাৎ।
নেতিয়ে পড়ার আগে, ছোঁয়া
ছিলো না কোনোই সমঝোতা
পথিকে পাথুরে বদদোয়া
নীরব পরশী সে তো শ্রোতা...
যে পায়ে আঘাত পেলে সতী
যে দেহ নিলাম হলো ঘাসে,
যে নারী নীরব লজ্জাবতী
কাঁদে পুরুষ-পাতানো শ্বাসে !