Print

যদি না হতেন নিহত

যদি না হতেন নিহত
দেশ ও দশের ভাগ্যে তাহলে
কি হতো  জানো হে; কি হতো?
মানুষের পেটে আহার জোটাতে
স্বাধীনতাসেবী ফুলকে ফোটাতে
তৃণমূল মানে প্রতিটি জেলায়
জেলা সরকার বেলা-অবেলায়
গভর্নরের তদারকি আর
এলাকার যতো সংকট-ভার
চাকরি-বাকরি ব্যবসা বিকাশে
উন্নয়নের হিসাব-নিকাশে
চিকিৎসা ভার লেখা ও পড়ায়
তৃণ মনোযোগ মানুষ গড়ায়,
মেধাকে লালন, কৃষিতে যাপন
জেলা জেলা মানে আপনে আপন,
লোকজ বিকাশ, মাটি ছোঁয়া সুখ
শহরের প্রতি নহে নতমুখ...
ভীড়ের নগরে ভীড় না বাড়িয়ে
মানুষ হাঁটতো সবুজ ছাড়িয়ে,
ভূমি অনুসারে মানব বসতি
নেই অপরাধ, অসৎ অসতী
উৎপাদনের আহামরি দিয়ে
পান্তা ভাতেও ঘি হতো!
স্বাধীনতা তার সুখের সুবাস
বিলাতো নিত্য-নিয়ত,
সকলের প্রিয় নায়ক নেতাটি
যদি না হতেন নিহত...