Print

যতো জল

নদীর জলেরা প্রবাহমান পুকুরের জল থির,
মেঘের জলেরা কম্পমান অস্থির অস্থির।
দেহের জলেরা সতত ঘাম মিলনের জল সাদা,
চোখের জলেরা হৃদয়-খাম এই খোলা এই বাঁধা।
জীবনের জল সন্তানাদি সংসার জল প্রেম,
মৃত্যুর জল স্মৃতি-সমাধি আগামীকে সঁপিলেম।