Print

যুদ্ধজেতা দেশে

 

আমরা যারা আগামীকাল নতুন গানের গায়ক,
হাতের মুঠোয় আগামীদিন, বিদ্যাপাড়ার নায়ক
ধ্যানের খুঁটি শক্ত করে জ্ঞানের পতাকাটা
হৃৎ-লাঠিতে উড়িয়ে দিয়ে সামনে দেবো হাঁটা।

পথে পথে প্রযুক্তি যান, বিজ্ঞানতার ঢল,
যন্ত্র হওয়ার যন্ত্রণা নয়, থাকবো অবিচল
পুকুর ঘাটের হাঁসের পাশে মাছের প্রতিবেশী
প্রকৃতিকে বিদায় দিলে মনের ক্ষতি বেশি. . .

আমরা ভীষণ মম-মানবিক, কৃষি-জলের দেহ
ফুল-পাখি-গান-নৌকো-শীষে রাখিনি সন্দেহ,
সেতার আছে সাঁতার আছে, মাঠের মাঝে দল
জয়ের পরে মুখের হাসি, মা-বাবা উজ্জ্বল. . .

গর্বে উচুঁ সমাজ-স্বদেশ, ধন্য জীবন বাঁধতে
বিদেশ গেলে হে সংসারী চোখ নিওনা কাঁদতে. . .
দাও প্রেরণা হৃদয় খুলে, জাগাও আশির্বাদ
বিশ্ববুকে গড়তে হবে বুক উচুঁ সংবাদ।

আমরা যারা প্রজন্মমুখ, নতুন জেনারেশন
অধ্যয়নে অধিক ধ্যানে পার করি নীল সেশন।
পার হয়ে যায় দশক দশক যুদ্ধ জেতা দেশে,
স্বাধীনতার সফল্য-স্বাদ উঠবে কি আর হেসে?

আমরা আছি জেগে ওঠার নতুন মশালধারী,
আমরা জাতির আগামীকাল, অনুজ সংসারী।
স্বাধীনতার পতাকা দৌড়, থাকবে গতিশীল
থাকবে না আর ঘাতক-চাতক ধূর্ত ঈগল-চিল।