Print

কাব্যরেখা

অক্ষরেখায় অবর্তমান দক্ষরেখায় হাঁটি,
পক্ষরেখায় অশুদ্ধ পথ, লক্ষ্যরেখা খাঁটি।

অক্ষরেখা পারিবারিক, সুবিধাবাদ মুখ্য,
আমি আমার অক্ষপথে বাহিত,  বুভুক্ষ।
তক্তপোষে রক্তরেখা আত্মীয় জ্ঞান, ভালো
তাদের থেকে কর্য নিলে আলোটা চন্দ্রালো. . .
মৌলিকতার সাফল্য রোদ সূর্যকণার বর্ণে,
মধ্যরেখার বদ্ধতাকে নিলাম হৃদয়-কর্ণে

বীর্যরেখার তীর্যকতায় বংশ পরাক্রম
কিন্তু আমার অগ্ররেখার আমিইতো সম্ভ্রম।
আমার আছে কক্ষরেখা বক্ষরেখা, সফল,
লালন করি গরজরেখা, ফরজরেখা, নফল।

সুক্ষনরেখা, দু:খরেখা মুখ্যরেখা, কি তা
দ্রাব্যরেখা, কাব্যরেখা সর্বতো কবিতা !