কাকে দেবো পুজো
খুঁজো দেখি খুঁজো,
কাকে দেবো পুজো ?
কাকে দেবো ধূপ-ধুনো কাকে আরাধনা,
কাকে বলি সেরা জন কাকে ম্যারাদোনা ?
প্রলয়ের ছায়া
আলয়ের মায়া,
দেবী তুমি সেবী হয়ে দেবে কতটুকু
ফুটবার আগে কেনো ঝরে এতো খুকু ?
শিশু মানে ঝুঁকি,
বিপদের উঁকি
মঙ্গল কামনায় পুজো করি বেশ,
কবে দেবে দেব-দেবী শুভ পরিবেশ ?
পুজো পুজো দিন
পোশাকে রঙিন,
বিসর্জনের শেষে চোখ ঘ’ষো হায়,
পৃথিবীর বেশি শিশু সেরা অসহায় !