খোদার কসম
এই আছি এই নেই এমন বয়েসে
ক্ষয় এসে ভয় দিয়ে যায়, যাক
শাক দিয়ে আর ঢাকবো না প্রিয় মাছ।
মাছের বয়েস জল ঋতু ছুঁয়ে বাড়ে,
বাড়তে থাকুক বয়েস ক্যালেন্ডার।
নিয়তির কাছে এক হাত পরাজয়,
অন্য একটি হাতে হাসে মনমুঠো ভরা জয়।
বুকের মুঠোয় আছে তারুণ্য ঢেউ
আয়ু-ভোগ উচ্ছ্বাস, উদ্দামতার দিন
প্রতিদিন হৃদয় রঙিন।
এই আছি এই নেই এই ধারাপাত বিবমিষা রাত,
মৃদু ভয়-সংঘাত... ধরিনি কালোর হাত।
খেলেছি রোদের খেলা সজীব সবুজ
টগবগে হৃদয়কুসুমভরা পুঁজির পাগল
খোদার কসম আমি নির্ভয়ে বাজাবো ঘণ্টা-
গুডবাই বায়ুভোগ, জীবনের যবনিকাপাত।