কবিতার কানে
বয়েসতো নয় জটিলে জীর্ণ রূপ
হৃদয় এখনও সরল নদীর ভেলা,
কাতো যে মানুষ পশ্চিম থেকে পূব
কতো পারাপার, খেলিলাম মায়া খেলা।
হাটবারে এক কলস কন্যা আসে
মাটির ঘড়া’র পসরা সাজানো হাসি,
ভেলায় ভাসিয়া কি জাদু ছড়ায় শ্বাসে
হৃদয়ে আমার প্রেমময় বদমাশী।
এতো ঢেউ জল, আকুলি বিকুলি মন
এতো পারাপার, মানুষতো সাদা সিধা,
কতো ঝড় ঠেলি, তবু এক সাধারণ
সাদা এক কথা বলিতে দারুণ দ্বিধা ..
বলিবো বলিবো, বয়েস গিলছে নদী
কতো কথা হয়, সঞ্চিত থাকে সেটি -
ভেলাতে যেমন থাকেনা মাঝির গদি ;
সেই কথাটিকে আসন দেবে কি মেটি....
বৈঠা গলুই ভাটিয়ালী গান ঠোঁটে
জোটেনি সাহস, কথার কপালে ফাঁসি,
সরল মানুষ আছি অতি সংকটে
কবিতা জানুক কথাটুকু : ভালোবাসি...।