Print

কুয়াকাটা

নদী পথে সারারাত ঘুম কাড়া ঢেউ
ঢেউ পথে বরিশাল গিয়েছিলে কেউ?

পটুয়াখালির পাশে আহা কুয়াকাটা,
সমুদ্র তীর দেখে কেঁপে ওঠে গা’টা।

কাঁপুনির চেয়ে তবে ভরে ওঠে মন,
চোখ দুটো কেড়ে নেবে শিল্পীত বন।

এতো রূপ দৃশ্যের বিশ্বের সেরা,
জলগানে কলতানে সব দিক ঘেরা।

সূর্য এখানে ওঠে এখানেই ডোবে,
এখানে প্রকৃতি রোজ পড়ে মক্তবে,
শামুকের ইশ্কুল ঝিনুকের মেলা
        স্মৃতিপদ সৈকত বালুকার বেলা. . .

একবার দেখা হলে বারবার টানে,
সুগভীর সাগরের অনুসন্ধানে
বনজ খনিজ আর সম্পদরাজি,
স্মৃতিসুখ সাম্পানে পাল তুলি মাঝি!