Print

লাফালাফির মানুষ

জজিয়তি ছেড়ে ওকালতি ধরে কেউ।
দাম্পত্যের রশি ছেড়া নর-নারী
গৃহত্যাগ করে নবগৃহে সংসারী
গুণী ঠিকাদার হঠাৎ বিদেশগামী
এক ডাল থেকে অন্য ডালেতে লাফ,
পেশার বদলে বাঁদরের ইতরামি?

মানুষ লাফায়, রক্তেই লাফালাফি,
কেনো বুনোজাল, এতো কূট-শৃঙ্খল,
জড়ভরতেরা এতো কেনো মেলে ঝাঁপি?

শিরদাঁড়াটিতে এতো ভূত, বাহুবল!