সরকারের লাগাম
গণতন্ত্রশীলতার দেশে সরকারের লাগাম নিয়ে
ঘন ঘন প্রদর্শনী হচ্ছে, ঘোড়দৌড় আছে,
আছে দাপুটে রাজনীতির রেস্।
তবে মানুষকে এমনকি রাজনীতিককেও
অশ্বের বশ্যতা দিয়ে লাগাম লাগানো
গল্পগুলো হাস্যকর, অথবা বেদনাবাদী।
কোনো এক বদ্বীপের দেশে
একদা সুউচ্চ এক হৃষ্ট পুষ্ট জেনারেল
ধর্ম-সংস্কৃতি-কবিতা খেলাধুলো নারীরোগ
গ্রামোন্নয়ন দুর্যোগ ত্রাস দুর্নীতির ট্রাক তুলে
কপালে নিয়েছিলেন ক্ষমতা তিলক,
দশক মোহিত রাজঘর ভেঙে রাজদন্ড এলো গেলো,
রাজনীতির লাগাম ছাড়া তার আর
প্রশান্তির মুক্তি মিললো না।
গণতন্ত্রকণ্যাদের শাসনের কালে
ভোটের বাজার পাশে বুক কাঁপা ঘোড়দৌড়,
মায়াকান্নাসিক্ত অলিন্দে অনলকাঁপা জেনারেল
জোটের লাগাম নিয়ে হাসে,
ঘোড়াভাষ্যে কথা ও কবিতা দিয়ে
ফের রাজশাসনের স্বপ্নমালা আঁকে,
যদিও প্রত্যাশাপ্রিয় জনগণ
খোঁজে নিরপেক্ষ নির্বাচনী বাঁক,
আপন দেহের ভাষ্যে সানন্দে খেলতে চায়
ভোটের সাঁতার,
ব্যালটে বলতে চায় সরকার, তুমিও রেসের ঘোড়া,
জনতা মালিক আর লাগামের নাম গণতন্ত্র,
দুরন্ত ঘোাড়সওয়ারের নাম
সতত সেবায় সিদ্ধ জনপ্রতিনিধি,
সমৃদ্ধির সূচক ব্যতীত স্তর আর কোন
প্রচার পুস্তিকা কিংবা ডিজিটাল বিজ্ঞাপন নেই।