মাদক মুক্তির পদ্য
সব পান পান নয়, ধূমপানে ধূম,
পান-নেশা অনিয়মে সমাজের ঘুম।
সব ঘুম ঘুম নয়, চিরঘুম কতো
সমাজ কি দিনে দিনে অ-নুন্নত?
মাদকের তরুণেরা খাদকের রূপে
সব জল জল নয়, বোতলে বা কূপে...
সব সাদা সাদা নয়, সাদা সাদা মেশা,
সরল-গরল জল অবিরল নেশা...
সব পেশা পেশা নয়, সন্ত্রাসী হাঁকে
সমাজ নিলাম হয় লটারি বা ডাকে,
নিয়মিত অনিয়ম, স্বাধীনতা একি
সব জয় জয় নয়, পরাজয়ও দেখি।
ধূমপানে বিষপান, মাদকে গরল
আমরা তামাটে বটে, মানুষ সরল,
সন্ত্রাস চাঁদাবাজি, অবেলার চাঁদ
তোমাকে ধরার কাজে পাতা আছে ফাঁদ...
সব জাত জাত নয়, বিজয়ের জাত
মুক্তির স্বাদ নিতে নেবে একহাত।
জাগছে নানানভাবে, ডাকে আধুনিক
মানস বা ‘সাস্ক থেকে ক্যাট’ এলো ঠিক
সব মিঁউ মিঁউ নয়, আদরের সাথে,
সকাল বেলার পাখি ডাক দিলো প্রাতে
আর নয় ধূম-ঘুম, মাদকের বেলা,
শুরু হোক সমাজের সাঁপুড়িয়া খেলা,
সন্ত্রাসী সাপ সব বশ করা দিন
স্বাধীনতা সুদিনের হোক রঙ্গিন।
আজ দিন কবিতার, উদ্বোধনের
হৃদয়ের ঝুল-কালি পরিশোধনের।
সব চোখ চোখ নয়, বিপ্লবে মন
সব চোখে খুঁজি আজ পরিবর্তন।
সব ঘুম ঘুম নয়, সমাজের ঘুম
আজ সব জেগে উঠি আজ নির্ঘুম।