Print

মেঘ-পলায়ন

মেঘ তার হারিয়েছে স্বাধীনাতা,
হারালো নিজস্ব ধারপাত!

মনুষ্য জাতির রোগ : বিজ্ঞানের হাত ধরে
পৃথিবীকে মুঠোবন্দি করা,
প্রকৃতির কানে পালকের সুড়সুড়ি দেওয়া,
খিটমিটে বিরক্তির বাঁশি বাজানোর বিপরীতে
বৈঠা ধরা বেগানা মানুষ!

কৃষ্টি আর বিনোদন খামারের ছু'তো ধরে
দুগ্ধবতী মেঘের ওলান থেকে বৃষ্টিসুখ
        শুষে নিচ্ছে বোমারু মানুষ!
অস্ত্রের বৈভবে আজ দেশে দেশে বৃষ্টির বৈষম্য।

অথচ মেঘহত্যার প্রতিবাদে
পরিবেশবিদেরাও শীত নিদ্রায় নিমগ্ন।

তারপর ফলাফল?
মেঘ যেন হারিয়েছে নিজস্ব ক্যালেন্ডার।
উবে যাচ্ছে মানবিক বিবেচনা আর
    চন্ডাল কৃষ্ণের কলি হয়ে হাসছে, কাঁদছে।
এই বুঝি মেঘের কবিরা পয়ারে ছড়াবে অভিমান
        ‘স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়’
        তোমাদের প্রিয় মেঘ অন্য গ্রহে যায়...