Print

মৃত্যুর মাসীমা

মৃত্যুর মাসীমা এসে বললেন
       অনেকদিন মায়ের কোলে থাকা হলো
এবার যে কোল বদলের পালা বাপ...

জীবন নিষ্পাপ নয় জানি।
দুই হাত দুই পা মাটিতে ঠেসে অনেক সেজেছি প্রাণি,
খেলাচ্ছলে ক্ষেত থেকে সরিষা তুলেছি,
লেবুও ছিঁড়েছি গাছ থেকে। রস বার করতে করতে
      শিখেছি শরীরচাপ, শ্রমসিদ্ধ জীবনরসের ঘানি
টানি আর টানি, কলুর বলদ যেন টানি আর টানি...

টানতে টানতে আজ জানতে পেরেছি
    সুমতি হয়েছে ঐ মহান সৃষ্টিকর্তার, ডাকছে ঐতো
মাসীমা ডাকছে, আমি আসি মা, এবার যেতে দাও...
মা-খালার মহাসংসার, মহাযজ্ঞ, এপার ওপার।
কোল থেকে অন্য কোলে, আয়ুযান আকাশ পরিভ্রমণে
                    অদল বদল, মৃত্যুকোল,
যদিও মানুষ জানি প্রাত্য-প্রশান্তির কোল মানে
জীবন  হারানো প্রিয় মাতৃকোল,
পেছনে নিতুই ডাকে পিতৃকোল-ভ্রাতৃকোল-ধাত্রীকোল।

গণতন্ত্রপ্রিয় প্রজন্ম-পাখিরা প্রগতি-প্রযুক্তিময়তায়
         খেলো প্রণয়বিহীন প্রেম। কতো দোলনার দোল
ধরে রেখো সব লীলা,
ধরে রেখো শ্রেষ্ঠানন্দের সবুজ মাতৃকোল।

g„Zz¨i gvmxgv G‡m ej‡jbÑ

       A‡bKw`b gv‡qi †Kv‡j _vKv n‡jv

Gevi †h †Kvj e`‡ji cvjv evc...

 

Rxeb wb®úvc bq Rvwb|

`yB nvZ `yB cv gvwU‡Z †V‡m A‡bK †m‡RwQ cÖvwY,

†Ljv”Q‡j †ÿZ †_‡K mwilv Zz‡jwQ,

†jeyI wQu‡owQ MvQ †_‡K| im evi Ki‡Z Ki‡Z

      wk‡LwQ kixiPvc, kÖgwm× Rxebi‡mi Nvwb

Uvwb Avi Uvwb, Kjyi ej` †hb Uvwb Avi Uvwb...

 

Uvb‡Z Uvb‡Z AvR Rvb‡Z †c‡iwQ

    mygwZ n‡q‡Q H gnvb m„wóKZ©vi, WvK‡Q H‡ZvÑ

gvmxgv WvK‡Q, Avwg Avwm gv, Gevi †h‡Z `vI...

gv-Lvjvi gnvmsmvi, gnvhÁ, Gcvi Icvi|

†Kvj †_‡K Ab¨ †Kv‡j, Avqyhvb AvKvk cwiåg‡Y

                    A`j e`j, g„Zz¨‡Kvj,

hw`I gvbyl Rvwb cÖvZ¨-cÖkvwšÍi †Kvj gv‡b

Rxeb  nviv‡bv wcÖq gvZ…‡Kvj,

†cQ‡b wbZzB Wv‡K wcZ„‡Kvj-åvZ…‡Kvj-avÎx‡Kvj|

 

MYZš¿wcÖq cÖRb¥-cvwLiv cÖMwZ-cÖhyw³gqZvq

         †L‡jv cÖYqwenxb †cªg| K‡Zv †`vjbvi †`vjÑ

a‡i †i‡Lv me jxjv,

a‡i †i‡Lv †kÖôvb‡›`i meyR gvZ…‡Kvj|