মন ব্যায়ামের কাব্য
ওড়না হারালে দেহে কবিতা হারায়
কবিতা থাকেনা শুয়ে উদোম পাড়ায়।
কিছুটা আঁচল খোঁজে কিছুটা কোলজে ---
কবিতা পুরুষ হলে তবুও সলাজ !
কবিতার দেহ থেকে সরালে ভূষণ
পদ্যের পরিবেশে দুয়ানো দূষণ,
প্রান্তঃমিলের ঘরে শব্দ যোগান
কবিতার এই রূপ নিরেট শ্লোগান !
কবিতা বরষারুপী, খোঁজে জল-রোদ
খরাকে খাবলে ধরা সাদা প্রতিরোধ।
মেধা মছে মুখরতা, পলি জলকেলী
মন-ব্যায়ামের খেলা কবিতায় খেলি।