মুক্তিসেনার স্বর্গে এলে
যাদের মাঝে এলে তুমি, যাদের মাঝে বসা
তাদের জীবন স্বাধীনতার বারুদ দিয়ে ঘঁষা।
তাদের হৃদয় দেশপ্রেমে তাপজ্বলা রোদ্দুর
তারাই দিলো স্বাধীনতার সফল একাত্তুর।
তাদের মাঝেই সমবেত, হৃদয় বিনিময়
কি দেবে আজ তারা তোমায়, কি আছে সঞ্চয়?
কি আছে ঐ মুক্তি নামের যোদ্ধা দলের সঙ্গে;
বয়েস এখন সায়াহ্ন যা ভর করেছে অঙ্গে,
স্বর্ণ যুগের অতীত ছিলো, এখন পারের স্মৃতি
হয়তো তারা ইতিহাসে লিখেছে সুকৃতি,
হয়তো তারা আগুন দেহে শোধ করেছে ঋণ
দেশ মাতাকে জানিয়ে দিলো নও-তো পরাধীন।
এই যে দিলো স্বাধীনতা, পতাকা লাল সবুজ
একাত্তুরে তারা ছিলো দেশ-কাতুরে; অবুঝ
নিজের কথা কেউ ভাবেনি, কোথায় পরিবার
ভাবনা শুধু একটি ছিলো শুধুই লড়িবার,
শত্রু ধরো শত্রু মারো; ঠেকাও আক্রমণ
তাদের সাহস বাড়িয়েছিলো বঙ্গ-জনগণ।
যুদ্ধ নামের ক্রুদ্ধ খেলায় শত্রু পেলো ফাঁস
একাত্তুরের মুক্তি মানে শ্রেষ্ঠ ইতিহাস।
এই যে তারা বীর সেনানী, স্বাধীনতার পর
অস্ত্র রেখে বস্ত্র বদল, ফিরলো আপন ঘর।
ফেরার আগে দেশকে দিলো লাল বিজয়ের হাসি
কিন্তু তাদের বুকের ভিতর বিষন্নতার বাঁশি
স্বাধীনতার শত্রু যারা, পাক হানাদার জান্তা,
নিঃশর্তে মুক্তি নিলো; বিচার পানি-পান্তা!
ক্ষমা পেলেন দালাল হোতা, ফুঁসছে রেজাকার
কে পেয়েছে পতাকা আর, হৃদয় ভেজা কার?
যে দিয়েছে রক্ত-শরীর, যে দিয়েছে দেশ,
কি রেখেছে বার্তা তারা, কি ছিলো সন্দেশ
লাল পতাকা দিয়ে গেলো শত্রু হাতে ধরার,
উন্নয়নে উৎপাদনে সবুজ স্বদেশ গড়ার।
শিক্ষা পাবে স্বাস্থ্য পাবে; সবার হবে ছাদ
পানির ধারায় হচ্ছে কেনো বিদেশে বাঁধ ফাঁদ?
জলবায়ুতে বিষের বিপদ, উষ্ণ করে কারা?
বরফ গলে ; সাগর ফোঁসে; বাংলা পাগলপারা
একাত্তুরের স্বাধীন স্বদেশ; স্বাধীন সাগর সীমা,
কারুর সঙ্গে নেই সেখানে অংশিদারী ; বীমা।
জলে-স্থলে অন্তরীক্ষে স্বাধীনতাই সত্য
হে অতিথি পুণ্যময়ী নাও লিখে এই তথ্য
অস্ত্র দিলো সত্য তবে দেয়নি ট্রেনিং জমা,
মুক্তিরা সব জেগেই আছে; শত্রুকে নয় ক্ষমা।
নতুনতর প্রজন্মেও স্বাধীনতার ব্রত,
এনেছে যা; রক্ষাতে তা সবাই সু-সংহত।
তাদের মাঝে এসেছো আজ, যাদের আছে তাজ
একাত্তুরে সেজেছিলো মহান যুদ্ধবাজ,
তাদের দেওয়া বাংলাদেশে নানান রাজার শাসন
নেতাও আসে ; মন্ত্রী আসে; স্বর্ণমোড়া আসন
কীর্তি কতো জারি জুরি, কিন্তু ইতিহাসে
মুক্তি নামে, যোদ্ধা নামে ক’জন বলো হাসে?
এই যে যারা যুদ্ধ-মানুষ, আছেন মরে বেঁচে,
দম ফুরালে পাবো কি আর হাজার বাংলা সেঁচে?
দেশ বিদেশে যে যেখানে মুক্তি সেনা সব
শ্রদ্ধা-সালাম-সঙ্গ-স্মৃতি হবে কি সম্ভব?
যুদ্ধ মানুষ, তাদের মাঝে হে অতিথি, প্রিয়
সুদুরিকা; প্রাঙ্গণে আজ লাল শুভাশিস্ নিও।