Print

মুরগী লড়াই শেয়াল বড়াই

কুকরু কু উক্ কুক্
কুকরু কু উক্ কুক্
মুরগি দুটি ঝগড়া করে
উঁচিয়ে গলার বুক
একটি চিকন ,একটি মোটা
এসব নিয়ে নানান খোঁটা,
চিকন বলে ওরে মটু,
কথায় কাজে আমি পটু
কি আছে তোর বেলুন দেহে
টোকা দিলেই হাসিস হে হে...
হয়তো ওজন খানিক বেশি’
শক্ত তবে আমার পেশী।
সার দেওয়া তুই সুন্দরী ,র্স
জন্মভূমি ইনকুবেটর
বাতির আলোয় বাড়লো শরীর,
ভাপটা এমন রূপটা পরীর
কে তোকে খায় ? সব বরবাদ
হাইব্রিডে নাই পুষ্টি ও স্বাদ।
মাকাল ফলের মুরগি তোরা
লোম ফোলা উজবুক
কুকরু কু উক্ কুক্ ,
কুকরু কু উক্ কুক্।

এবার শুরু মোটার পালা,
বললো চিকন, দিসনা জ্বালা।
গা থেকে তোর গন্ধ গাঁয়ের,
প্রশ্ন তুলিস জন্ম মায়ের,
ডিম ও উমের জীবন দিয়ে
কি হবে বল্ তর্কে গিয়ে

মৃত্যু যাদের নির্ধারিত,
হত্যাকারী শির ছাড়িতো?
কড়াই-তেলে ভাজবে জানি ,
তাইতো  খানিক সাজছি রাণি,
উচ্চদামে বিক্রি হয়ে
চায়নিজে যাই রয়ে সয়ে
সব ফরেনার আমাকে চায়,
সুখের কামড় বুক পিঠে পায়!
রোস্ট হয়ে যাই, টোস্ট হয়ে যাই
হাইব্রিডে পার্টি জমাই ।
এসব দেখে হিংসাতে তোর
কাঁপছে বুুজি বুক ?
ওরে চিকন,গরিব দেহে
ঠুকরে কপাল ঠুক্
কুকরু কু উক্ কুক্,
কুকরু কু উক্ কুক্।

ঝগড়ামুখো  দু’টোর খেয়াল
পাশেই ছিলো দাঁড়িয়ে শেয়াল
খাঁকি পুলিশ ভঙ্গিতে সে
ধরলো দুটোর বাহু কষে,
বললো শেয়াল বিচার হবে,
কার কতো গুণ দেখাবো, তবে
ঝগড়া ঝাটি খারাপ জিনিস
তাইতো এখন করবো ফিনিস
চিকন মোটা কার বেশি দাম
না খেলে আর কি বুঝিলাম ?
তোদের জন্য আজ সাজিলাম
রান্না ছাড়াই কুক,
স্বাদ দু’রকম দুটোর ভেতর
হজম করার সুখ।

ঝগড়াটে দুই মুখ
কুকরু কু উক্ কুক্
লাঞ্চে করি বুক
কুকরু কু উক্ কুক্,
কাঁদিস কেনো,লুক
কুকরু কু উক্ কুক্ ;
লম্বাটে চিকন
কুকরু কু উক্ কুক্
দীর্ঘদিনের ভুখ
কুকরু কু উক্ কুক্
এই গলাতে ঢুক্
কুকরু কু উক্ কুক্
ঝগড়াটাকে রুখ্
কুকরু কু উক্ কুক্
শেষ হবে ভুল চুক
কুকরু কু উক্ কুক্
বুক করে ধুক পুক?
কুকরু কু উক্ কুক্
দেবো কি ঝাড় ফুঁক
কুকরু কু উক্ কুক্!

কুকরু কু উক্ কুক্
খাঁকি রঙের শেয়াল বলে
আমিতো নিন্দুক,
ঝগড়াটে দুই মুরগি খেতে
শিঙ্গা দিলাম ফুঁক
কুকরু কু উক্ কুক্
কুকরু কু উক্ কুক্।