Print

নারীও নায়ক হয়

নারীও নায়ক হয়, দেখে যান দক্ষিণ এশিয়ায়।
রাষ্ট্র-সিনেমায়,
শ্রীলংকায়, ভারতের মমতায়
বাংলাদেশেও গরিবানামা পুরুষের সমতায়
চাঁদমুখ নারী ফোটে সুর্য কুসুমের  ক্ষমতায়।

সন্ত্রাস নায়ক হলে অতিদূরে
মহাসন্ত্রাসীর হাঁক হাঁকে অতি সভ্য দেশ,
বিবাদ বিদ্বেষ,  
অথচ মাতৃশাসনে বাঘ আর হরিণের
একযোগে জল পান, কি বিচিত্র বন্য দেশ!

চুলোচুলি,
সেইতো প্রাচীন রোগ-
হয়তো কিছুটা থাকে
স্বজন সম্ভোগ !


জননী প্রধান দেশে জন্মহারের খানিক জয়জয়কার,
খাদ্যের প্রতীক হাহাকার
তবুও মাতৃস্নেহে পরাভূত বারবার,
ভূত পেত্নী পুষ্টিহীনতার,
যাঁতাকলে নকলের কারবার,
মায়ের আদর পেয়ে বেড়ে ওঠে টিপ পরা
শিশু শিক্ষার সুদূর অহংকার ।