Print

নারীতে হঠাৎ নরকও দেখেছি

রমণীয়তার ভালোলাগা পথে
সবটা ভ্রমণ হয়নি সুখের,
সব সাঁকো নয় সেরা নির্মাণ
দেখেছি ভাঙন পাঁজর বুকের।

নির্ভাবনার প্রমত্ত ছুট্
আচমবা ঢেউ গতিরোধকের-
নির্মাণাধীন সেতু আছে তাই
লাল সিগনাল প্রতিরোধকের,
দুর্ঘটনার সুর  বেজে ওঠে
চুরমার সব মোহময় গতি,
নারীও এমন নাটকে হঠাৎ
পাঠ করে ফেলে অসম্মতিই,

খোলে বিস্ময়, খোলে লাজ ভয়
ভালোর ভিতরে ভুল বীজ চারা,
প্রিয়মান  নারী প্রিয় সহচারী
শুকোন বেগল মেয়োনীজ ছাড়া,
নারীতে স্বর্গ, আকণ্ঠ সুখ
অস্বাভাবিক, নরকও সঙ্গে

এভাবে নারীতে ওঠা নামা আর
হদয়ের ভার গহীনে রেখেছি,
সার সুন্দরী সুর সঙ্গিনী
নারীতে হঠাৎ নরকও দেখেছি!